** বপন **
কলমে- ডঃ উৎপল গিরি


হয়তো রাতের অন্ধকারে
আমাকে পুতে ফেলা হবে
নির্জন  মরুভূমিতে।
আমার দেহ পচে
হয়তো দুর্গন্ধ বেরোবে
  কিংবা মিশে যাবে মাটিতে।
বালির বহু নিচে
  হাজার বছরের
  শ্রেণী সংগ্রামের
  কঙ্কালের স্তূপ।
ক্যাকটাসের মাঝে
আমার মর্জার রস
থাকবে নিশ্চুপ।
বাতাসের সাথে
গভীর প্রত্যয়ে বলবে
পূর্বসূরীর আত্মকথা।
জীবনের শেষ দিনেও
কাটা খোঁচা দিয়ে
প্রতিশোধ নেবে- - -