*** কবিতা কি ***
কলমে  - ডঃ উৎপল  গিরি।


কবিতা মানে- নিঝুম রাতে
চু্প টি করে বসা।
কবিতা মানে -প্রিয়ার সাথে
ভালোবাসার দাম কষা।
কবিতা মানে- শীতের দিনের
মিঠেল রোদের হাঁসি।
কবিতা মানে- বসন্তের সুগন্ধে
কোকিলের এই বাঁশি।
কবিতা মানে - স্বপ্ন শুধু
আকাশ পানে তাকা।
কবিতা মানে - দুঃখ শুধু
মরে বেঁচে থাকা।
কবিতা মানে- বিজ্ঞানের দগ্ধতাকে
আড় ভাবে দেখা।
কবিতা মানে- ভিত্তিপ্রস্থ
আলপনার এক রেখা।
কবিতা - মানে সমাজ পথিকের
মনন দিকটা খোঁজা ।
কবিতা মানে - স্বরলিপির
সাথে সত্য দিকটা বোঝা।