কাস্তে
✍️ডঃ উৎপল গিরি


স্বজন হারানো,সম্পর্ক ঝরানো
জটিল ঘূর্ণাবর্তে;
সব হারাদের চিতায় এবার
ঘুরবে নতুন আবর্তে ।


মন খারাপের জানলা খুলে
সোনা রোদ আস্তে দাও।
সবুজ ঘেরা মাঠের পরে
তেপান্তরে হারিয়ে যাও ।


একশ দিনের পায়নি টাকা
চাকরি নেই আজ হাটে।
শিক্ষা সংস্কৃতি ওলট-পালট
  সভ্যতা নেমেছে বাটে।


বুকের ব্যথায়,ঘাম ঝরিয়ে
সফল হবেই কাস্তে।
ধৈর্য শুধু ধরতে হবে
সোনার ফসল হস্তে।