কি করে বোঝাই বলো ?


কলমে- ডঃ উৎপল গিরি


কি করে বোঝাই বলো?
সুসভ্য সমাজে বিবস্ত্র 'মা'
ঢুকরে ঢুকরে কাঁদে - - -


কি করে বোঝাই বলো?
নরপশুদের হিংসার থাবা
শরীরের প্রতি ভাঁজে - -


কি করে বুঝাই বলো?
কন্যা শিশুর ছিন্নভিন্ন দেহ
লালসার তকতকে আগুনে মেশে।


কি করে বোঝাই বলো?
স্বজন হারানো লাশ
বিশুদ্ধ গঙ্গায় ভাসে।


কি করে বোঝাই বলো ?
স্বপ্নের বাগিচা ঝলসে যায়
কঠোর বাস্তবের তাপে।


কি করে বোঝাই বলো?
ক্ষুধা নিবারণ, দায়িত্ববোধ
সবুজ ইচ্ছাকে পিসে দেয় চাপে।


কি করে বোঝাই বলো?
এই দেশ খেটে খাওয়া
মানুষের রক্তে গড়া।


কি করে বোঝাই বলো?
শোষণ যন্ত্রের আড়ালে
এই দেশ বণিকের স্বপ্নে মোড়া।