“মানবতার যুদ্ধে”


কাশ্মীরের আকাশে আজো রক্তের ছায়া,
নিরীহ প্রাণ পড়ে থাকে, না ছিল দোষ, না ছিল মায়া।
ধর্মের নামে বিভাজন, ঘৃণার অগ্নি জ্বলে,
২৭টি প্রাণ নিভে গেল—কে বলবে এর জবাব কলে?

কে ছিল তারা? কেবল হিন্দু?
না, তারা ছিল মানুষ—তাদেরও ছিল স্বপ্ন, ছিল জীবনযুদ্ধের ছন্দু।
শান্তি খোঁজা চোখ দুটো, সস্তান, সংসার, সাধ,
একের পর এক গুলিতে মুছে গেল সব সাধ-আবেশ-আনন্দ-স্মাদ।

নিরাপত্তা কী তবে শুধুই প্রতিশ্রুতির খেলা?
কেন বারবার প্রাণ হারায় যারা কারো ক্ষতি চায় না, কেবল বাঁচার মেলা?
এই লড়াই ধর্মের নয়, এই লড়াই মানবতার,
ভুল বুঝে যারা খুন করে, তারা হারায় হৃদয়তার।

উঠো মানুষ, জাত নয়, ধর্ম নয়—মানবতা হোক রক্ষাকবচ,
চাই না রক্তে রাঙা ভোর, চাই আলোর স্পর্শ।
কাশ্মীর হোক শান্তির গান, বিভাজন নয়,
সব ধর্মের হৃদয় হোক একটাই—ভালোবাসা, শান্তি, ও স্নেহময়তা।