*** মেঘ বালিকা ***
কলমে - ডঃ উৎপল গিরি


মেঘ বালিকা যাচ্ছো কোথা?


তেপান্তরে মাঠের পরে
শাপলা শালুকের ভিড়ে  
হারিয়ে যেতে।


ফিরবে কবে?


আবার যেদিন বাষ্প হয়ে
ভাসবো আকাশ পানে,
সবুজের গানে, বিশুদ্ধতা
স্বাগত জানাবে যেখানে।


রাগ করো না লক্ষীটি
নিরিবিলি ধানক্ষেত দেব
এক ঝাঁক পাখি দেব
ঘন বন জঙ্গল দেব
ফিরে এসো এইবার।


গগন চুম্বী আকাশে
যান্ত্রিকতার খটাখট শব্দে
প্রতীক্ষায় থেকো,
ফিরে আসবো আবার।