*** পথ ***
কলমে- ডঃ উৎপল গিরি


তুমিই সেই যুবক
যে নাকি পথ
চলতে চলতে
বারবার পড়ে যাও
অতল খাদে।


হৃদয়ে থেকে যায়
অব্যক্ত ভাষা,
দেহ  ললুপোতাহীন প্রস্থর।


ভয় নাই;
ইতিহাসে ভাঙ্গা গড়ায়
নাইবা থাকলো চিহ্ন
তবু, এগিয়ে চলো
'পথ' মিলবে-ই মিলবে।