সকাল মানে
✍️ডঃ উৎপল গিরি


সকাল মানে
কল্পনার শেষে
কঠিন বাস্তবতা।
সকাল মানে
অন্ধকার শেষে
চেতনার জাগ্রতা।
সকাল মানে
ময়লা ওয়ালার
ভোরের ঐ বাঁশি।
সকাল মানে
মাছের আড়তে
বরফের ঐ হাঁসি।
সকাল মানে
সবজি ওয়ালার
করুন ডাকাডাকি।
সকাল মানে
কৃষক বধূর
কাস্তের ছবি আঁকি।
সকাল মানে
শোষণ ঝরানো
দিন হবে শুরু।
সকাল মানে
কচি কাঁচার
জীবনের পাঠ শুরু।
সকাল মানে
প্রতিবাদে মুখর
উষ্ণ বাতাস ভরুক।
সকাল মানে
জ্ঞানের আলো
ভোগবাদ শেষ করুক।