কুয়াশা ঢাকা পথঘাট,  
ঘাসে জমেছে শিশিরের ফোঁটা,  
পাখিরা ডাকে ধীরে  
আলসে ভরা মনটা।  

খেজুর রসে সুরভি ছড়ায়,  
মাটির হাড়ি বেঁধে গাছে ঝুলে,  
সোনালী রোদে মেখে মাঠ  
ফুলে ফুলে ধরা দুলে।  

হাতে গরম মোয়া আর পিঠে,  
নলেন গুড়ের মিষ্টি খুশি,  
লেপের তলা থেকে উঁকি দিয়ে  
খুঁজছে সবাই শীতের দিশি।  

হলুদ পাখি গাইছে গান,  
হলুদ ফুলে মধুর টান,  
এমন শীতে জমে থাকে,  
খুশির ছোঁয়া সবার প্রাণ।  

তবে শীতের ভিন্ন রূপ
কষ্টের দিন গুনে কেউ চুপ;  
পথশিশুরা জড়োসড়ো হয়ে  
হাড়কাঁপানো শীতের নিশ্চুপ!  

ধনীর হোয়াইট হাউসে আছে সুখ,  
আলো-গরমে জমে উৎসবের রং,  
আর গরিবের ঠোঁটে জমা কান্না  
সেই শীতে খুঁজে মানবতার সং।  

তবুও শীত এক নরম হাত,  
ছোঁয়া দেয় সবার ভিন্ন রাত,  
কেউ হাসে, কেউবা খুঁজে আশ্রয়,  
নিয়তির মধ্যে শীতের পোতাশ্রয়।