স্বপ্নের বাবুর জন্য
কলমে-ডঃ উৎপল গিরি


ওরা কথা বলেনি
  কথা বলবে না ও চিরদিন
  মুখ বুঝে কাজ করে যাবে;
   স্বপ্নের বাবুর জন্য!


প্রয়োজনে ভুলে যাবে
  বসন্তের মধু রাত্রি,
  শিশুর অমৃত হাসি ,
   স্বপ্নের বাবুর জন্য!


প্রিয়জনকে ফেলতে পারে
চিতার মধ্যে কিংবা
নররাক্ষসের সামনে;
স্বপ্নের বাবুর জন্য!


তবে,
  বৈজ্ঞানিক দর্শনের চাবিতে
  খোলা যেতে পারে
  মুখের কুলুপ;
  স্বপ্নের বাবুর জন্য!