প্রবাহে প্রবাহে ভাসমান সু মধুর সংগীত সুর
এমন সৌন্দর্যে নিয়ে যায় পবিত্র পথ বহুদূর


হৃদয়ের তীরে ঝংকৃত হয়, সেই সম গান
উদ্বেলিত হয় মনে হৃদয় শীতল করে প্রাণ


সব সুর সংগীত, সব নাহি দোলা দিতে পারে
মনের সংযোগ যদি না হয় সেই হৃদয় তারে


কিন্তু সুর-সঙ্গীত ভাবের আকাশে মেলে দেয় ডানা
সৌন্দর্যের অসীম আকাশে, যেতে নেই মানা।


প্রাঞ্জল রূপে ভক্তি মাখা, বাজিলে মম সুরঃ
সূক্ষ্ম জ্যোতির ঝংকৃত সেথা আলোক প্রভা নুর


সুরের সুমধুর ভাব ভাষায় প্রভুর সান্নিধ্য মাঝে
প্রকৃত রূপে হৃদয়ে পরশ যখন সেথা জাগে।


সুরঃ তুমি পবিত্র, যবে মনুষ্যত্বের ঠিকানায়
তোমাকে যখন খুঁজে পাই ভালোবাসার মোহনায়।