গ্রীষ্মকালে পড়ে গরম ,
যায় না ঘরে থাকা।
গ্রীষ্মের প্রচন্ড তাপে,
খাল-বিল, ডোবা-পুকুর যায় শুকিয়ে।
গ্রীষ্মকালে প্রকৃতির বুকে,
আঘাত হানে কালবৈশাখী ঝড়।
সবার মনে ঝড় তুফান,
আনে কেবল ভয়।
চোখ জুড়ানো মন মাতানো,
কত বাহারি ফল-ফলাদি।
আম কুড়ানো গাছ তলাতে,
থাকে সবার নজর।
কাঁঠাল পাকে ঝাঁকে ঝাঁকে,
খেতে লাগে দারুণ মিষ্টি।