জ্যোৎস্নার রাতে প্রকৃতি চন্দ্রে,
রূপালি আলোতে যায় ভেসে।
চোখ জুড়ানো মন মাতানো,
কত সৌন্দর্যের মনোরম ?
নীল আকাশে মিটমিটি তারা,
প্রকৃতির সৌন্দর্য করে মনোরম।
পূর্ণিমা চাঁদের আলো করে ঝলমল,
বৃক্ষরাজি মৃদু বাতাস নড়ে।
জ্যোৎস্না রাতে প্রকৃতির মনোরম দৃশ্য,
ক্ষণিকের জন্য দূর করে দুঃখ-কষ্ট।