মশা তুই বড় বেয়াদব
নাম যে তোর মশা।
তোর কারণে রাত-দুপুরে
যায় না কোথাও বসা।
সময়-অসময়ে বিরক্ত করিস
নাম যে তোর মশা।
ছোট-বড় মান্য করিস না
নাম যে তোর মশা।
ঘুমের সময় শন্তিতেও ঘুমাতে দিস না।
নাম যে তোর মশা।
তাইতো তুই বড় বেয়াদব
নাম যে তোর মশা।