সবুজ সোনার বাংলাদেশ
     আমার প্রিয় জন্মভূমি।
      সবুজ মাঠে সোনার ফসল
      চারদিকে ছড়াছড়ি।
      ষড়ঋতু ছয়টি রুপে
      সাজে সোনার মাঠ।
      গাছে গাছে মধুর প্রাণে  
       কিচির মিচির ডাক।
       নীল আকাশে উড়ে বেড়ায়
       অতিথি পাখির দল!
       হে প্রিয় জন্মভূমি
       প্রাণের চেয়ে ভালবাসি তোমায়।
       তোমার সুখে আমার সুখ
       তোমার দুঃখে দুঃখী।
       তোমায় নিয়ে দেখি আমি
        রঙ্গিন স্বপ্নের মুখ।