আমি গণতন্ত্রের নির্ভীক সৈনিক
আমি অন্যায়ের বিরুদ্ধে জ্বলে উঠা বারুদ
বিশ্বকূলে আমি উৎকৃষ্ট 
আমার বক্ষে রয়েছে কত বীরশ্রেষ্ঠ!


আমি অগ্নিবর্ষণে স্বাধীনতা লিখি
ভয় নেই মনে
আমি প্রত্যয় আমি উদ্ভাস
আমি আমার চিন্তার উদ্ভাবক,আমিই তারই প্রয়াস।


আমি স্বাধীনতাকে লালন করি
আমি সাম্যের কথা বলি
বঙ্গ আমার মাতা
আমি শেরে বাংলা,বঙ্গবন্ধু,আমিই জিয়া।


আমি ভয় করি না কোন পাক-ইংরেজ
আমি করি না কোন সংশয়
সততা আমায় পথ দেখায়
আমি অক্ষয়,তন্ময়,আমি অবুঝ বাঁধনহারা।


আমি নজরুলের আগুন ঝড়া বিদ্রোহী কবিতা
আমি জয়নুলের দুর্ভিক্ষের জল তুলিতে আঁকা ছবিটা,
আমি ভয়কে করেছি চির জয়
আমি সত্যের মুখে কোমল আর মিথ্যার জন্য চির হিংস্র।


🔮🔮 প্রিয় কবি কাজী নজরুল ইসলাম'কে উৎসর্গ  করে লেখা আমার এই কবিতা৷