বিশ্বের যতো শব্দ,স্মরণীয় বাণী
তার চেয়েও মধুর আযানের ধ্বনি।
আযানের সুর-শব্দে শিহরিত প্রাণ
দূর থেকে আসে যেন বেহেস্তের গান।
আযানের সুর যখন শুনে শয়তান
পলায়ন করে ধরে নিজের দুই কান।
আযানের বাণীতে গায়ে আগুন জ্বলে
কাফের মুশরিক যোগ দেয় তার দলে।


ঘুম হতে সালাত উত্তম বলে আযানে
সুখের শয্যা ত্যাগি বান্দা ছুটে রবের পানে।
নতশিরে ব্রত হয় স্রষ্টার ধ্যানে
শোণিতে শিহরণ লাগে মধুর আযানে।
মুয়াজ্জিন আযান দিয়ে করে সাবধান
আল্লাহর হুকুম পালন করে মুসলমান।