নির্ভরতার অপর নাম বাবা
যেন আমার ঘরের কাবা৷
বাবা তুমি উত্তপ্ত রোদে
শীতল কোমল ছায়া,
বাবা তুমি কঠিন মনে
স্নেহে আদর মাখা৷
শিখিয়েছ তুমি সদা সত্য বলতে
বলেছ তুমি কখনো করো না ভয়,
থমকে গিয়েছে পথ চলতে দেখে কাঁদা
তখন ও পাশে ছিলে তুমি বাবা।
নতুন জামা গায়ে যখন আমি
দেখতে আমায় অবিরাম তুমি
অনেক প্রশান্তি পেতে তুমি
তখনই বুঝে গেছি তোমার সকল সুখের মূলে আমি৷
বাবা তুমি আমার মাথার ছায়া
সবচেয়ে আপনজন
বাকিটা জীবনও বাবা তোমায় বড় প্রয়োজন।