বাংলাদেশ,আমার স্বাধীন স্বদেশ
তুমি আমার মাতৃভূমি ছাঁপান্ন হাজার বর্গমাইলের দেশ
তুমি আমার লাল সবুজের পতাকা
তুমি আমার সাতচল্লিশ,বায়ান্ন,উনসত্তর,একাত্তরের রক্তাক্ত আবেগ
তোমার রুপে জীবনানন্দের রুপসী বাংলা অবারিত ধান ক্ষেত।
তুমি পৃথিবীর বুকে বিস্মিত যুব প্রাণ
তুমি বঙ্গবন্ধুর রক্ত শিহরিত ৭ই মার্চ।
তুমি গফফার চৌধুরীর কলমে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
তুমি অতুলপ্রসাদ সেনের মোদের গর্ব মোদের আশা,আহা মরি বাংলা ভাষা।
তুমি ভাওয়াইয়া ভাটিয়ালি হৃদয় নিংড়ানো লালন!
তুমি হাসনা রাজা,শাহ আব্দুল করিমের মরমি সংগীত।
তুমি প্রীতিলতা,বেগম রোকেয়া,তুমি সূর্য সেন
তুমি রবি ঠাকুরের বাংলার মাটি,বাংলার জল
তুমি দ্বিজেন্দ্রলালের বসুন্ধরা,নজরুলের প্রলয়োল্লাস
তুমি বাংলাদেশ! তুমি আমার বাংলাদেশ