সবুজ-শ্যামল রুপে ঝলমল,শান্ত নিরব দেশ
কী সুন্দর কী মনোহর,আহা দারুণ বেশ্।
নীলে নীল আসমান,শঙ্খচিল,রঙিন ঘুড়ি
ছোট নদী,পানকৌড়ির ঝাঁক,নৌকা সারি সারি।
কাশবন,শীতল হাওয়া,সাদা মেঘের লুকোচুরি
দোয়েল,কোয়েল,ময়না,শালিকের উড়াউড়ি।
গ্রীষ্মে রসালো ফল,বর্ষায় বৃষ্টি রিনিঝিনি।
শরতে কাশফুল,হেমন্তে ফসল ভরা সোনালী
শীতে ঘন কুয়াশা,বসন্তে বৃক্ষ নতুন সাঁজে।
কৃষাণ ফলায় ফসল সবুজ ও শ্যামল
জেলেরা ধরে মাছ,নৌকায় তুলে পাল
কলস কাঁখে পল্লীবধূ চলে নেচে নেচে।
হিন্দু-মুসলিম,বৌদ্ধ-খ্রিষ্টান মিলেমিশে থাকে।