বর্ষাকালে ভেজা গাছে
কদম ফুলের শোভা,
কৃষ্ণচূড়া,শিমুল বাড়ায়
নিসর্গেরই প্রভা।


সূর্যমুখী দেখ কেমন
সূর্য দেখে হাসে,
বকুল ফুলের গন্ধে হৃদয়
দূর পবনে ভাসে।


রাতের বেলায় সুবাস ছড়ায়
রজনীগন্ধা জানি,
গোলাপ হলো ফুলের রাণী
আমরা সবে মানি৷


আরো আছে শিউলী,বেলী
গাঁদা, হাসনাহেনা,
ডালিয়া ফুল ভালোবাসতে
নেই তো কোন মানা৷


জাতীয় ফুলের নামটা কিন্তু
শাপলা মনে রেখ,
হাজার ফুলের বাংলাদেশটা
নয়ন ভরে দেখ।


(প্রিয় ডাঃ আজমল হক ভাইয়ের অনুপ্রেরণায় আমার এই শিশুতোষ ছড়া। কবিতাটি প্রিয় ভাইকে উৎসর্গ করিলাম।)