বানের মতো আসছে ধেয়ে,
ডেঙ্গু মশায় আতংকিত শহর জুড়ে।
কাঁপুনি দিয়ে জ্বর আসে,
কষ্ট হয় শ্বাস-প্রশ্বাসে।
বমি বমি লাগে মুখে,
নাক দাঁতে রক্ত আসে।
চোখের তলায় দাগ বসে,
অণুচক্রিকা কমতে থাকে।
হাসপাতালে যাওয়া চাই,
রক্তপরীক্ষা তো অবশ্যই।
ডেঙ্গু মশা দিনে কামড়ায়,
রাতে ডিম পাড়ে নর্দমায়।
যেখান সেখানে জমা জলে,
ডেঙ্গুর জন্ম হয় সন্ধ্যা হলে।
মশারিটা টাঙ্গিয়ে শুবে,
পর্যাপ্ত পানি খাবে৷
প্রতিটি ঘরে ধুনো দিবে,
চারপাশটা পরিচ্ছন্ন রাখতে হবে৷