কষ্ট ছাড়া যায় না সুখ বুঝা
ইহা যে সকলের কর্মের সাজা
কষ্ট ছাড়া হয়না পরিপূর্ণ জীবন গঠন
ইহার তাগিদেই হয় সকল দুঃখ মোচন।
কষ্ট না করলে মিলে না যে কৃষ্ট
হয় যে তাতে নতুন কিছু সৃষ্ট
মন কষ্ট মনেই রয়
কেউ তো তা দেখবার নয়
যখন পরো কষ্টের ফাঁদে
তখন মন ডুকরে ডুকরে কাঁদে।
কষ্টের নেই যে কোনো মাত্রা
দিনে দিনে হয় নতুন কষ্টের যাত্রা।
বুঝে শুনে দিও কষ্টের আগুনে ঝাঁপ
কষ্ট হবে না অভিশাপ!