কুরবানি কর আল্লাহর নামে
বিধাতা ফরমান।
স্বপ্নদেশে এল ইব্রাহিমে
প্রিয় বস্তুকে কর কুরবান।
ঘুম থেকে জাগি ভাবিলেন নবী,
একমাত্র সন্তান ইসমাইলের চেয়ে
প্রিয় নাহি কিছু।
পুত্র,আমার স্রষ্টার তরে জীবন তোমার
করিব উৎসর্গ এখন
পুত্র কহিল খোদার আদেশ শিরোধার্য সারাক্ষণ।
পিতা বাঁধিলেন পুত্রের হাত
চোখের পরে বস্ত্রের পাত
শেষ চুম্বন করিয়া লইলেন
স্নেহ ভরে মাটিতে শোয়াইলেন।
স্রষ্টার কথা স্মরণ করিয়া চালাইলেন খঞ্জর
ফিনকি দিয়া রক্ত ছুটিল,
আর্তনাদে মাটিতে লুটিল,
চোখ খুলে একি দেখিলেন!
পুত্র ইসমাইল হাসিতেছে অদূরে
কুরবানি হয়েছে অবুঝ দুম্বা।
হে স্রষ্টা তুমি মহান অসীম
ইসমাইল বাঁচাইয়া ইব্রাহিমে করেছ
কর্তব্যের পরে চির অমলিন।