তোমারি দেখা পাবো বলে প্রহর গুনছি
সকালের স্নিগ্ধতায়,
আম্রকাননে দক্ষিণা মলয়ে
চুপিসারে আজও বসে থাকি
তোমাকে দেখার অপেক্ষায়!


অপেক্ষা অতীব বিরক্তিকর
কখন যে আসে মহেন্দ্রক্ষণ
তার অপেক্ষায় দীর্ঘক্ষণ।
কোথায় কে যেন কবে বলেছিলো,
অপেক্ষার বিরক্তিকর বঞ্চনার চেয়ে মৃত্যুই শ্রেয়।


পথের ধারে দাঁড়িয়ে থাকি
আসবে তুমি কখন?
দেখবো তোমায় নয়ন ভরে
কাটেনা সময়ক্ষণ।


ইচ্ছে করে বৃক্ষের মত
দাঁড়িয়ে থাকি!
আমার হাত পায়ে শিকড় গজাক
ডালপালা বেড়ে উঠুক অনিমেষে।


তোমার জন্যে অপেক্ষায় থাকতে থাকতে
আমার মাথার চুল মাটিতে স্পর্শ করুক
দাড়ি গোফে ঢেকে যাক ক্লান্ত শরীর,
নখের ভিতর নোংরা জমুক!


সকাল বিকাল রাত
এভাবেই অপেক্ষায় কাটে
উৎকণ্ঠার সময়গুলি ম্লান হয়
শুন্যতার আঘাতে।


আমি আজো অপেক্ষায় আছি,
তোমাকে আসতেই হবে হে প্রিয়তমা!