পেঁয়াজের নাম শুনলে এখন
আঁতকে উঠে পিলা,
খাবার কথা তো ভাবিই না
ভাববো দাম হলে ঢিলা!


কষ্ট করে জমি চাষে
একটু লাভের আশায়,
চাষির তৈরি সোনার হরিণ
গেল যে কার বাসায়?


হোক না অধিক পেঁয়াজের দাম
কৃষকেরা যদি পায়,
তাদের শ্রমের মূল্য কেন
পেটুকেরা খায়?


বিশের পেঁয়াজ ডাবল সেঞ্চুরি
অনুমান সিন্ডিকেটের জন্য
পেঁয়াজ পঁচে গন্ধ বেরুচ্ছে
তবুও বিক্রি কেনো বন্ধ?


পেঁয়াজের মূল্য আকাশ সম
গরিব পারে না ছুঁতে,
পেঁয়াজ ছাড়াই রান্না করে
বসছে তারা খেতে।