জীবনের সবটাই ব্যর্থ
যদি না দেই রক্ত
রক্তদান জীবনদান
রক্তদানে বাঁচে প্রাণ।  
.
মানুষ পড়ে থাকে হাসপাতালে
কোথাও মেলেনা রক্ত!
দাঁড়িয়ে দেখতে হয় মৃত্যু যন্ত্রণা
মানব সমাজের এ কেমন মন্ত্রণা!
.
রক্ত দিলে হয়না ক্ষতি
শরীরেই তার উৎপাদন।
রক্তদানে পুন্য বাড়ে,
মনে আসে উৎফুল্লতা।
.
রক্তদানে থাকলে ভক্তি
একত্রিত হবে জাতির শক্তি।
গর্বের সাথে করবো রক্তদান
বেড়ে যাবে মোদের আত্মসম্মান।


রক্তদানে করো নাকো ভয়
রক্ত দিয়েই গড়া এই স্বাধীন বিজয়,
রক্ত হোক জীবনাধর্ম
রক্তদানই হোক চেতনা।


** স্নেহের ছোট ভাই নূর আলম সিদ্দিক'কে উৎসর্গ করে লেখা।