কোনো এক সাতমাথার মোড়ে
আমার নির্লিপ্ততা দাঁড়িয়ে থাকে
একটি নিমগ্ন ছায়ার দৈর্ঘ্যে!
অতিত স্মৃতিগুলো বৃষ্টি হয়ে আছড়ে পড়ে আমার দিকে
মৃত আনন্দের টুকরোগুলো কুড়িয়ে কুড়িয়ে
গনগনে আগুনের জলন্ত শিখায় জ্বলছি খড়খুটোর মত
অবহেলা অযত্নে অবরুদ্ধ জীবন
তারপরও আগলে রেখেছি এক কন্ঠস্বর
তোমার উপেক্ষায় আমার জীবন বেঁচে আছে
ভবঘুরে স্বপ্নের প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে৷