যেতে চাই
যান্ত্রিকতা থেকে দূরে বহুদূরে...
তবে স্পর্শ করতাম প্রাকৃতিক সৌন্দর্য
গায়ে মাখতাম মাটি,
মাথায় দিতাম বুনো ফুল,
নিজেকে সাজিয়ে নিতাম প্রকৃতির সাজে।
শয্যা হতো সবুজ সমারোহে,
প্রকৃতির বুকে লিখতাম প্রেম কাব্য।
যদি পারতাম পাহাড় হতে নিজেকে দিতাম মুক্তি,
হারিয়ে যেতাম মেঘপুঞ্জে।
নীল আকাশে উড়তাম পাখিদের সাথে,
খুব ইচ্ছে করে ঝর্ণার জলে উন্মাদ হতে।
যদি পারতাম প্রকৃতিকে নিজের বুকে রেখে পান করতাম প্রকৃতির রুপ মাধুরী
একবার নিয়ে যাও!
আমি আর হতে চাই না যান্ত্রিক
আমার শেষ ইচ্ছে..
মিশে থাকতে চাই প্রকৃতির সৌন্দর্যে মিশে।
সারাজীবন.........শেষ নিঃশ্বাস পর্যন্ত