এখন লোকেরা আর অভাবী নয়
শুধু স্বভাবেই অভাবীর ভান ধরে!
দরিদ্রতা দূরে সরে গেলেও মনের
দীনতা দূরে যায় নি সরে!  


বিলাস,বৈভব,লোভ,লালসা,
স্বভাব চরিত্রের, সেই তো ভরসা।
মানব প্রকৃতির অনাশক্তি,অনভিলাষ
বিবেকের সেই তো বহিঃপ্রকাশ।


আজ এই আষাঢ় সাঁঝে
সততা তুমি না হয় এসো এই অসত্যের মাঝে
ধরণীর বুকে সৃষ্টি কর আবার নব সমাজ
হিংসা-বিদ্বেষ ভুলেযাক সবে,সত্যের হোক বসবাস।