সুন্দরবন যদি নাইবা টিকে
বাংলাদেশ কেমনে বাঁচবে?
কতো খরা-ঝড়,জলোচ্ছ্বাস,ঢেউ
সুন্দরবন না থাকলে বাঁচবে কি কেউ!


দিনে দিনে বাড়ছে ভেপসা গরম
কয়লা জ্বলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে চরম।
আজ ইউনেস্কোও মুখটি নিয়েছে ফিরিয়ে,
কিসের বলো বৃক্ষরোপণ!
নিধন করো সবুজ বন!


মাথায় ঝুলিয়েছো ভিন্নদেশীয় মুলো
দিতে পারবে কি আর তিস্তা,ফারাক্কার মূল্য!
উন্নয়নের নেশায় মারছ তিলেতিলে
তার থেকে বরং খেয়ে নাও আমায় গিলে।


💠💠💠 ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ২০১৯ সালের মনোনীত স্থানগুলোর নাম ঘোষণা করা হলো। পাশাপাশি বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত কয়েকটি বিপদাপন্ন জায়গা চিহ্নিত হয়েছে। এর মধ্যে প্রথমেই আছে বাংলাদেশের সুন্দরবন। এ কারণে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বিশ্বের সবচেয়ে বৃহৎ ম্যানগ্রোভ বনটি বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে,সেই জন্যে আমার এই কবিতা।