বয়স বেড়েছে বুদ্ধি বেড়েছে শুভ্র হয়েছে দাড়িগোঁফ, কেশ
বাড়ন্ত বয়সের তালে তালে অভিজ্ঞতা হয়েছে বেশ!
সেই প্রভাতের আগে দাদু ভেবেছিল জগতে নেই কিছু অজানা
বুঝার নাই কো কিছু আর বাকী মানব জনমের
সকালটা তাকে কষে চড় মেরে বললো, "অন্ধকারে আছিস ঢের।"
গিন্নি যে তোর তোরই আড়ালে যেত নাদের আলীর ঘরে
গতরাতেও গিয়েছিল, ফিরেনি কো আজ প্রভাতে!
আড়াই যুগের চেনা সেই মুখ ধোঁয়াশা হলো এক ঝলকে
পাচ যুগের অভিজ্ঞতা মিথ্যে হয়ে গেলো চোখের পলকে!
কখন কে যে হবে মীর জাফর আগে বোঝা যায় না
বয়স কখনো অতটা বাড়ে না কোন পুরুষের
জগতের এই গোলকধাঁধায় নারীর ছলনা পাবে টের!