হৃদয়ের নীল গগনে জমিছে কালো মেঘ
বিষণ্ণ, বিধ্বস্ত আমি আছি পড়ে ধূলার উপর,
মন কি যেন ভাবছে নিরন্তর
অজানা শত কারণ তুলছে আলোড়ন
যেন অবিরাম বয়ে চলেছে কাল বৈশাখী ঝড়।
এযেন বিধ্বংসী এক প্লাবন, ভাসিয়ে নেবে সব,
কিন্তু আমার যে কিছুই হারানোর ভয় নেই!
রিক্ত আমি, সিক্ত আমি, নিঃস্ব এক মানব।
যা ছিল আমার, দিয়েছিলাম সবই সপে তোমায়
তুমি হয়েছো চাঁদনী, ছোয়া যায় না শুধু অনুভব করা যায়।
তুমি আছো খুব কাছে তবুও না পাই
এযেন চাঁদের আলো, ধরতে গেলেই নাই!
সহস্র যুগের জমানো প্রেম সঁপেছিনু তোমার হাতে
তুমি এক কাক ডাকা ভোরে, পায়ে ঠেলে সব ফেলে গিয়েছিলে আমায়
তোমার স্মৃতি পিছু ছাড়েনি আজো, রোজ নতুন করে কাদায়।
ওরা বলে আমায়, এই বুঝি তুমি এলে ফিরে মগজ - মনের লড়াইয়ে হররোজ রক্ত ঝরে।
তাই প্লাবনে আর ভয় করি না, চায় যদি আসুক
সুখ তো সেই কবেই গেছে, চাই দুঃখ গুলো ভাসুক।