এক পশলা বৃষ্টির পর, উন্মুক্ত ছাদে
তোমার পদচারণা বুকে কাপন তুলে
হয়তো তুমি এভাবেই ছুটেছো সদা
পড়েনি দৃষ্টি মোর কখনো তোমা পানে।
দেখেনি চেয়ে কভূ কোমরের ঢেউ খেলানো,
দেখিনি আমি কভূ, দেখিনি এমন
এযেন পৃথিবীর বুকে আরেক পৃথিবীর আগমন!
এই পৃথিবী শুধুই আমার, সকলের চেয়ে আপন।
শুনিনি কখনও এমন নিক্কন মানব জনমে
তবে কি বধির ছিলাম আগের সকল জীবনে!
না কি তোমার মত কেউ ছিলনা তখন
কিংবা প্রতিবারেই তুমি রয়ে গেছো চির অধরা।
আজ আবার শুভ্র চুল আর দাড়ি গোফ পানে চেয়ে ভাবি,
তুমি ললনা, এলে অবেলা, আমার যাবার ক্ষণে
প্রার্থনা এই, এসো তুমি মোর পরের সকল জনমে।
শিশিরের শব্দের মত দেবো না যেতে আর চলে
দেখা হলে ফের, তুমি শুধুই আমার - দিলাম বলে।