ধরিত্রীর বুকে আসে নাই কেউ হয়ে অবিনশ্বর
চলে যাবে জেনেও বাধে সবে স্বপ্ন সুখের ঘর।
জীবন চলার পথে এই দুই চারটি দিন
কেউ মজে নিজেতে, কেউ অপরের স্বপ্ন করে রঙ্গিন।
নিজে তরে যেজন বাচে সে তো বাচে কয়েক দিন
অপরের জন্য যে বাচে সে তো অমর চিরদিন।
সহস্র ত্যাগের নিশ্চুপ সাক্ষী এই পৃথিবীর ধূলি মাটি
কতকালে কতভাবে কতজনে ত্যাগীছে কত কি!
কখনো ফেলে আসে প্রিয়তমার মেহেদী রাঙা হাত
কখনো মায়ের হাতের খাবার কিংবা বোনের শত সাধ।
ফেলে এসে ওরে, জলে নয়ন ভরে
অহর - নিশি এক করে অন্যের স্বপ্ন গড়ে,
অপরের পৃথিবী সাজাতে বিরহ নেয় হৃদয় জুড়ে।
রক্ত দিয়ে, স্বপ্ন বেচে, কেনে অন্য সবের রঙ্গিন ভোর
পৃথিবীর সকলে যেন আত্মীয় তার, সকলের সাথে আত্মার ডোর।
শত জীবন রাঙ্গিয়েছে যারা এই ধরণীর পরে
ছোট্ট এই কৃতজ্ঞতা রেখে গেলাম তাদের চরণ তরে।