কে তুমি অনন্যা? জলের ধারে দাঁড়িয়ে,
রয়েছো অপলক দৃষ্টিতে জলপানে চেয়ে।
কি আছে তোমার মনের অতল গভীরে!
মন কি তোমার চায় আদ্র বসনা হতে,
চায় কি দুনিয়া সাজাতে নিজের মত করে?
সমাজ তোমার পায়ে রেখেছে পড়িয়ে,
সৌন্দর্য্যের নুপুর রূপে পরাধীনতার জাঞ্জির!
তুমি পরাধীন, চার দেয়ালে বন্দী প্রতিক্ষণ
তুমি দাসী, পুরুষ নামের কল্পিত মহাদেবতার,
এভাবেই কতকালের কত জীবন হয়েছে অসাড়!
আজ বেড়িয়ে এসো পরাধীনতার জাঞ্জির ছিড়ে,
এসে দাঁড়াও, দাসী হতে মানুষের কাতারে।
তুমিও মানুষ, তোমার আছে নিজের মত বাচার অধিকার
ভেঙ্গে ফেলো চারিপাশের অসমতার দেয়াল,
বাহিরে তোমার মিহির দীপ্ত ভবিষ্যৎ
শুধু প্রথম পদক্ষেপ প্রয়োজন এবার
তোমার অপেক্ষায় মানব জীবন তোমার।
কে তুমি, দাসী না মানুষ? প্রথমে নিজেকে বলো,
পথ দেখাবে দূর আকাশের তারার আলো।