জীবন বয়ে যায় হাতে ধরে শুভ্র রাজীব
সেই আসতে চেয়ে তুমি আসোনি আজো
আমি তোমার অপেক্ষায় থাকি প্রতিক্ষণ
না জানি, কখন এসে তুমি আমায় খুজো।
আমার প্রতিভোর হয় তোমার ফেরার আশায়
আমার প্রতিরাত তোমার স্বপ্নে থাকে বিভোর
আমার সারাটা দিন তোমায় দেখার অপেক্ষা
তোমার স্বপন বুকে নিয়ে চলছে জীবন সফর।
বৃষ্টি এসে তৃষ্ণা মিটায়, সূর্য হটায় অন্ধকার
কষ্টের জায়গায় কষ্ট থাকে নেয়না কেউ ভাগ
কষ্ট থাকে স্বপ্নের ঠিক পাশে যেন আত্মার আত্মীয়
এতো কষ্টেও প্রশ্বাস চলায় নিঃশ্বাস হয় অবাক।
মাঝে মাঝে মন বলে, হয়তো ফিরবে না আর তুমি
নিজের মনেই আঁকি তখন নিজের কবর
প্রতিটি মুহূর্ত বাচি তোমার ফেরার আশা বুকে নিয়ে
আশার সূর্য অস্ত গেলেই ফুরাবে জীবন সফর।