বদ্ধ ঘরে মায়াবী আলোর চাঁদর মুড়ে
পুড়ে যাই নিঃসঙ্গ একাকীত্বের দায়
বুক ভরে যাই রাশি রাশি নিকোটিনের ধোয়ায়।
প্রতিনিয়ত খুজে যাই নিজেকে নিজের মাঝে
ফিরে যাই সেই সব সোনালী অতীতে
যেথা হতে গিয়েছি চলে স্রোতের বিপরীতে।
নিজেকে খুজে ফিরি, খুজে পাই স্মৃতির ভীড়ে
আজকের এই আমি, আমি নই - একটা জ্যান্ত লাশ
প্রতিক্ষণ মৃত্যুর সাথে আমৃত্যু সহবাস।
বুকভরা স্বপ্ন গত হয়েছে সেই কবেই
হৃদয় ভরেছে একরাশ হাহাকারে
জীবন এখন এক কাগজের কিস্তি প্রবল আষাঢ়ে।
নিরবধি বেয়ে চলেছি এই সাম্পান, না জানি কোন টানে
হয়তো সবার মতই আমার চাওয়া, সকলের থেকে অভিন্ন
চলে যাবো জানি হঠাৎ একদিন, রয়ে যেন যায় চিহ্ন।