আমি এক যুদ্ধ বিজয়ী যোদ্ধা
তুমি দুয়ারে অপেক্ষার প্রহর গোনা বধু,
আমার জন্য জনতার অসীম শ্রদ্ধা
আমার হৃদয়ের অপাড় ভালোবাসা তোমার জন্য শুধু।
আমি এক যুদ্ধ বিজয়ী যোদ্ধা
দেশের জন্য দিয়েছি বিসর্জন এই জীবন
আমার জন্য জনতার অসীম শ্রদ্ধা
তোমার জন্য আমার ভালোবাসা আমরণ।
আমি ব্যর্থ, দিতে তোমায় স্বামী সোহাগী সংসার
এনেছি দিতে রক্তে আদ্র লাল সবুজের নিশান
এ নিশান তোমার, আমার, সবার প্রানের প্রিয় সন্তান।
আজ হতে কোন এক সহস্র যুগ পর
আমি থাকবো না ধরায় তবু জড়িয়ে রবো এর মাঝে
উঠুক যতই অবিচারের তুমুল কালো ঝড়
আমি থাকবো, থাকবো তব বীরের সাজে।
আমি এক যুদ্ধ বিজয়ী যোদ্ধা
সাথীদের কাধে আমার নিস্তেজ লাশ
আমার জন্য জনতার অসীম শ্রদ্ধা
বিজয়ের সাথে সদা আমার বসবাস।
আমি চলে গেছি বলে শেষ হয়নি আমার অধ্যায়
যতকাল রবে পৃথিবী আমি বাংলার জন্য বাঁঁচবো ধরায়।
যারা আজও করে দেশের জন্য কাজ তারা মুক্তিকামী
কেউ নাই, কেউ নাই ভবে তাদের চেয়ে দামী।
আমি এক যুদ্ধ বিজয়ী যোদ্ধা
এটাই আমার অন্তিম চিঠি তোমার তরে
বাংলার সম্মান সদা রেখো হৃদয় পরে।