পৃথিবী থমকে দাঁড়ায়নি এক মুহূর্তের জন্যেও
দেহ ট্রেন চলছে ছুটে জীবন পথে দুর্বার
অপেক্ষা শুধু সেই মহাক্ষণে পৌছাবার।
আমি ছুটে চলি জীবনের পথে একা এক যোদ্ধা
তুমি ভেসে গেছো কালের স্রোতে অন্যসবের মত
সাথে নিয়ে গেছো আমার প্রশান্তি ছিল যত।
ক্ষণিকের সেই হাসিমুখ কাল হবে কে জানতো
হারিয়েছি তোমায় হয়তো চিরতরে
কিংবা দেখা হবে জীবনের কোন বাকা মোড়ে।
হয়তো পাবো তোমায় কোন দিন
কোন এক কুয়াশাময় শীতের সকালে
ধূয়াশা হয়ে আসবে তুমি, দাঁড়াবে পথ আগলে।
সেইদিন তোমার গায়ে অন্য কারো ভালোবাসার চাদর
তোমার সর্বাঙ্গে তার প্রেমের উষ্ণতা
আমায় দেবে শুধু হেরে যাওয়ার গঞ্জনা।
দেখেছিলাম প্রথম তোমায় এমনি এক শুভ্র সকালে
হাসিমাখা মুখখানি তোমার যেন ফুল ফুটেছে ফাগুনে
আমি ভেসে গেছি হাজারও স্বপ্নের প্লাবনে।
একমুহূর্তের ভালো লাগা জীবন দিল বদলে
তুমি জানলেই না কেউ পড়লো তোমার প্রেমে
পৃথিবী থমকে না দাড়ালেও জীবন গেলো থেমে।
তোমায় পাবো কি পাবো না, নেই জানা
হয়তো তুমি জীবন খুজে পাবে অন্যকোন জনে
তবু তোমায় দেখা প্রতিটি প্রহর বদলে যায় মহাক্ষণে।