আজি আষাঢ়ের প্রথম দিবসে
শুনি কা'র আহ্বান,
কোন ললনা করিছে ছলনা
তুলি' সুমধুর তান !
বাতায়ন খুলি' তব ব্রজবুলি
প্রবেশিল মোর ঘরে,
উচাটন মন   যখন তখন
বেরোতে বায়না ধরে ।
গাছের শাখায়  পাখির পাখায়
তৃণমূলে ভরি' রস,
বরষা এসেছে  ভাসাতে ভেসেছে
সবার দেহের কষ ।
চোখ চলে যায়   প্রেমিকার পায়
একটু ওঠা শাড়িতে,
চোখের কি দোষ   মিছে কর রোষ
সন্তোষ আজ নাড়ীতে ।
মাঝে মাঝে হায়  জল ঢুকে যায়
দরজার ফাঁক গলে,
বোকা বোকা আমি বড় গুমনামী
দেহ ছেড়ে যায় চলে ।
সুনীল গগনে  ওরা যে মগনে
ঢেকে দেয় কলরবে,
কালির আঁচড়ে  ছটফট করে
আহির ভৈরব রবে ।