" হৃদয়ের আকুতি  "
ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান


মেয়ে, তুমি কি আমার আকাশ হবে?
আকাশের বিশালতায় নিজেকে হারিয়ে ফেলবো
মেঘরাশির শুভ্রতা দিয়ে তোমার হৃদয়কে ছুয়ে যাবো
সীমানা পেরিয়ে যাবার ইচ্ছেগুলোর অক্ষমতাকে প্রমাণ করবে।


মেয়ে, তুমি কি আমার নদী হবে?
বহমান নদীতে আমার সব দুঃখগুলোকে ভাসিয়ে দিবো
আবেগময় ভালবাসার মায়ার অবস্থানে দু'জনে মিশে চলতে থাকবো
তীরহারা নাবিকের কূল ফিরে পাবার শৈল্পিক উচ্ছাস অবলোকন করবো।


মেয়ে, তুমি কি আমার বৃষ্টি হবে?
বৃষ্টিস্নাত সন্ধ্যার স্বর্গীয় আবেশে আমার হৃদয়ে জড়িয়ে রাখবো
মনের অব্যক্ত কষ্টগুলো বৃষ্টির স্পর্শে মিশিয়ে দিবো
হঠাৎ বয়ে পড়া মায়াবী নোনাজল বৃষ্টিতে ভিজিয়ে একাকার করো দিবো।


মেয়ে, তুমি কি আমার পাহাড় হবে?
গহীন অরণ্যে আচ্ছাদিত ভালবাসায় দ্বিকবিদিক ঘুরে বেড়াবো
হৃদয়ের মনিকোঠায় জমা হওয়া কষ্টগুলো দূরের চুড়ায় নিক্ষেপ করবো
আমাকে সপে দিয়ে ভালোবাসার মায়াবী ছোঁয়ায় আবেশিত হবো।