জাতির পিতা তুমি
ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান


অবারিত সবুজের প্রান্তের দিগন্ত জোড়া মাঠখানি
শিশিরে শিক্ত ঘাস ফুলের পরম শোভায় মননে অর্ন্তযামী
বাঙ্গালির হৃদয়ের মনিকোঠায় আছো জাতির পিতা তুমি।


আকাশের পানে তাকিয়ে দেখা দিগন্ত বিকেলের ক্ষণে
সাগরের ঢেউ তুলে স্বপ্নের মনিকোঠায় অসীম আলাপনে
বাঙ্গালির হৃদয়ের মনিকোঠায় আছো জাতির পিতা তুমি।


৭ই মার্চের রেসকোর্সের সেই ধুলা উড়া মাঠখানি
প্রতিটি কথার শিহরণে জেগেছিলো সমস্ত ধমনী
বাঙ্গালির হৃদয়ের মনিকোঠায় আছো জাতির পিতা তুমি।


কাল রাত্রিতে পিশাচের ঐ নির্মম নির্যাতনের গ্লানি
সম্পর্কের কঠিন মায়াজাল ছেড়ে জীবন করেছে হানি
বাঙালির হৃদয়ের মনিকোঠায় আছো জাতির পিতা তুমি।


একটি পতাকা, একটি মানচিত্র, ভাষার বোধদয় খানি
তুমি অনেক আগেই বুঝেই করেছো বাঙ্গালিকে মুক্তিকামী
বাঙালির হৃদয়ের মনিকোঠায় আছো জাতির পিতা তুমি।


বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাথা
তাইতো জাতির স্বপ্ন ছিলো আকাশ সমান মাখা
দিয়েছো ঘোষণা করেছো স্বাধীনতা পাক মুক্ত ভূমি
বাঙালির হৃদয়ের মনিকোঠায় আছো জাতির পিতা তুমি।


জাতির পতাকা খামচে ধরতে শকুনদের কানাকানি
বোঝে না মোদের ধমনীতে প্রবাহিত তোমার অমর বাণী
বাঙালির হৃদয়ের মনিকোঠায় আছো জাতির পিতা তুমি।


স্বাধীন করেছো, মুক্তি দিয়েছো বাঙালির যত গ্লানি
স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রাণ সঞ্চারে অন্তর্যামী
বাঙালির হৃদয়ের মনিকোঠায় আছো জাতির পিতা তুমি।