ওরে!চল তোরা আজ তুফান পানে
আঁধার কালো রাতি।
আজ জ্বলবে তোদের খুনের তেলে
এই সমাজের বাতি।
তোদের গর্জনে আজ উঠবে কেঁপে
ভবের তপোবন।
তোরা হুংকার ছাড় কেশর নেড়ে
নিদ্রা ভগ্ন মন।
ওই ঊর্ধ্ব গগনে হিমালয় পানে
আকাশ ছোঁয়া ঘর।
হবে সেথায় তোদের সিংহাসন, আর
সুলতানি দরবার।
এই পৃথিবীর বিধির খাতায়
বিধান তোরা লিখবি আজ।
তোরা পাল্টে দিবি ভবিষ্যৎ, আর
মাথায় নিবি নতুন তাজ।
সূর্যালোকের তেজস্বীতা
তোদের খুনে বিদ্যমান।
অশ্বারোহীর তীব্রতা ওই
তোদের বুকে বিরাজমান।
তোদের ওসির পরে রণন বিন,আর
আপন শিরে যুদ্ধ তাজ।
ওহে! অগ্রগতির প্রতীক তোরা
দিগ্বিজয়ীর পক্ষীরাজ।
ওরে! মহেশ্বরের অগ্রদূত, আর
মানব জাতির কর্ণধার।
তোরা যুগান্তরের চক্রধারি
আনবি বিজয় পুনঃ আবার।
মোদের আশার আলো উঠবে জ্বলে
তোরাই যদি চাস আবার।
ওরে ও জোয়ান যুবক,তোরা
বীর বলিয়ান শক্তিধর।
      
  ❇️❇️❇️❇️❇️