চারিদিকে হাহাকার
অন্যায় অবিচার ।
হয়ে গেছে শাসকের সীমা পার।
সুদিন ফুরিয়ে গেছে
দুর্দিন এলো কাছে
এসে গেছে ধুঁকে ধুঁকে মরবার।


কৃষক ফাঁসিতে মরে
জি,ডি,পি'র জের-বারে
দেশ গেল রসাতলে,আর না!
গুন্ডা-গারদি চলে
কলেজ আর পাঠশালে
এভাবে তো আর সওয়া যায় না।


ওই দেখো ধর্ষক
শাসকের নেতা-লোক।
শিশুদের খুনি আর
শত-কোটি পাপ তার।
নেতা হলে সব ধুয়ে ছারখার।।
হয়ে গেছে শাসকের সীমা পার।।


যে দেশ গড়েছি মোরা
সকলের রক্তে।
সে দেশে আইন কেন
ধর্মের কালিতে।
আইনের কালি যদি
আমাকে না ঠাঁই দেয়।
তুমি কেন নাগরিক
কিসে এই পরিচয়?


"জাতীতে বিবাদ করো
ভাগ করে রাজ করো"
ব্রিটিশের নীতি কেন ফের আবার?
হয়ে গেছে শাসকের সীমা পার।।


রাজনীতি ফ্যাসিবাদী
নীতি যার হিটলার।
মন্দির-মসজিদ
এটাই তো হাতিয়ার।
গান্ধীর নীতি যদি
এখানে না ঠাঁই পায়।
আমরা ভারতবাসী
এটা জার্মান নয়।


নারীরাও পথে-ঘাটে
দলবেঁধে প্রতিবাদে।
সারাদেশ সংগ্রাম জনতার।
হয়ে গেছে শাসকের সীমা পার।।


অস্ত্র শক্তি,বলে
ভারত তো কম নয়।
পরমাণু, রাফায়েল
আমদানি অতিশয়।
বুক ঠুকে বলো তুমি
"ভারত মহান হ্যায়"।
দেখছো কি অসহায়,
দেশবাসী কিবা চায়?


দু'মুঠো ভাতের তরে
ফুটপাতে ভুখা মরে।
হিটলার নীতি করো পরিহার।।
হয়ে গেছে শাসকের সীমা পার।।


টেকনোলোজিতে নেই
কোন উন্নতি আর।
বিদেশি পণ্যে ভরা
যন্ত্র বা হাতিয়ার।
দেশের সম্পদ বেচে
দেশেরই সরকার।
বারোটা বাজিয়ে দিল
এভাবেই দেশটার।


দেশ তরী টলমল
পাড়ি দেওয়া মহাভার।
কে গো আছো কান্ডারী?
কে দেবে এ তরী পার?
দেশ ডাকে সেই বীর মাল্লার।।
হয়ে গেছে শাসকের সীমা পার।।


চারিদিকে হাহাকার,
অন্যায়, অবিচার।
হয়ে গেছে শাসকের সীমা পার।।
সুদিন ফুরিয়ে গেছে
দুর্দিন এলো কাছে।
এসে গেছে ধুঁকে ধুঁকে মরবার।।