কবিতার আসরে নতুন কবিতা প্রকাশ করার সময় ভয়েস টাইপিং করতে হলে একটু সুবিধা হয়।সময় একটু কম ও লাগে ।এটা আগে করতাম কিন্তু দুঃখের বিষয় এখন এটা আর করা সম্ভব হচ্ছে না।যখনই ভয়েস টাইপিং করতে যাচ্ছি বাংলা লেখা পরিবর্তন হয়ে ইংরেজিতে টাইপিং হচ্ছে । কিন্তু এই অসুবিধা টি আগে ছিল না তবে এখন কেন এমন হচ্ছে বুঝতে পারছি না।অন্য কোন সাইট অথবা অ্যাপ ব্যবহার করার সময় এই ধরনের ভয়েস টাইপিং করতে কোন অসুবিধা হয় না কিন্তু কবিতার আসরে অসুবিধা টি প্রায়ই দেখা যাচ্ছে।
   এডমিন সাহেবের কাছে আমার বিনীত নিবেদন ,যে সমস্যাটি সমাধানের জন্য গুরুত্ব ও যথাযথ ব্যবস্থা নেবেন।