ফয়সাল আহমেদ শুভ (নরকের কবি)

ফয়সাল আহমেদ শুভ  (নরকের কবি)
জন্ম তারিখ ৩ মার্চ ২০০০
জন্মস্থান ঢাকা-১২১২,শাহাজাদপুর।, বাংলাদেশ।
বর্তমান নিবাস গুলশান-২,নতুন বাজার। , বাংলাদেশ।
পেশা ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি।
শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং।
সামাজিক মাধ্যম Facebook  

ফয়সাল আহমেদ শুভ, নামটি বেশ সুন্দর। তবে অনেকেই একে নরকের কবি বলেও চেনেন। নরকের কবি হলো উনিই যে শুধু মানুষ জীবন কে নয় এই বাস্তবতা কে নিয়ে নয়। ইনি মৃত্যুকে আলিংগন করে নিজের কাছে, যে শুধুই পরকালের শাস্তির ভয়ে নিজেকে কাবু করে রাখে। মানুষের কোনো কিছুতেই তার কোনো যায় আসে না বরং সে তার জন্য নিজেকে গুছিয়ে রাখার জন্য থেকে গেছেন এই দুনিয়ায়। ,, খোদার আদেশ পালন করার তীব্র ইচ্ছা পূরন। খোদার আদেশ অমান্য করলেই বুঝি নরকের অতলে গহ্বরে তলিয়ে যেতে হবে সেই ভয়ে। সেই জন্য ই একে নরকের বাসিন্দা অথবা নরকের কবি বলে আখ্যায়িত করা হয়েছে। কবির কিছু কথা,,,, আমি অনন্ত কাল ধরে পড়েছি এই নরকের শহরে। (অন্তরে ইবলিশ আগুনে তুই চালিয়ে দিস পেয়ে যাবি বিধাতার শুভাশিস।)

ফয়সাল আহমেদ শুভ (নরকের কবি) ২ বছর হলো বাংলা-কবিতায় আছেন।


Poetry RSS

এখানে ফয়সাল আহমেদ শুভ (নরকের কবি)-এর ১০টি কবিতা পাবেন।

তারিখ
শিরোনাম
মন্তব্য
৩০/৪
২৯/৪
২৮/৪
২৬/৪
২৫/৪
২৪/৪
২৩/৪
২২/৪
২১/৪ ২০
২০/৪ ২৫