নরকের শহরে!


চারিদিকে নিশ্চুপ, থমকে গেছে এ শহুরে জীবন।
চার দেয়ালে বন্দী সকলে, যে যার অবস্থায়।


রাত অনেক গভীর, গুট গুটে আধার। যায় না দেখা এপার ওপার বিষন্ন কালো আধার।


পাপ পুণ্যের বিচার হবে, সে কি খেয়াল আছে ;
খোদা তোমায় ডাকছে রোজ'ই
ঘুমিয়ে আছো যে।


নরকের শহরে বসবাস করি,আমরা নরক বাসি।
খোদার আদেশ গেছি ভুলে,
ক্ষমতার দাপট দেখাই রোজ'ই।


এই ক্ষমতা থাকবে না কও, মরলে পরে বুঝি।
খোদার আদেশ যে করেছে অমান্য,
সেই হয়েছে ধ্বংস।


আজ আমি মহামানব কার হুকুমে চলছি, খোদার আদেশ অমান্য করে নিজেই আদালত গড়ছি।


সেই আদালতে হয় না বিচার,
শুধুই বেবিচারি।
কত শত মরছে মানুষ অন্যায় নিপীড়নে।
মানব জাতির ধ্বংস হোক,,খোদার হুকুমে।।  


আমার খোদা একাই লড়বে তোদের বিরুদ্ধে।  ক্ষমতাবানেরা প্রস্তুত থাকিস সে'দিনের জন্যে।


মানুষ তোরা বুঝবি কবে,
জ্ঞান থাকা সত্ত্বেও করছিস জুলুম
দুঃখী মানুষদের।  
সে দিনের অপেক্ষা শুধুই
অন্যায়ের ফয়সালা পাবি তোরা খোদার আরশে,,,


    ~নরকের কবি।