‘আমি সুখেই আছি-
প্রেমহীন এই জীবন বড় উৎসব মুখর
এখানে নেই কোন বেদনা দুঃখের প্রখর।
নেই প্রতারণা প্রিয়জনকে হারানোর ব্যথা
শুধু একাকী জীবন, একাই বলা মনের কথা।
‘আমি সুখেই আছি- বড় সুখে কাটে দিবস-রজনী’।


একাকী চলছি পথ কারও জন্য অপেক্ষার প্রহর গুনিনা
ভালো-মন্দ খুঁজিনা, জানি না সুখে আছি কিনা ?
তবে দুঃখ কাকে বলে তা বুঝিনা।
‘আমি সুখেই আছি- বড় সুখে কাটে দিবস-রজনী’।


সারা জীবন হাসি আনন্দ গানে ভরে রেখেছি মন
দুঃখ এলে করি প্রতিরোধ তবু হার মানি না!
আমি ঘুরি পথে-পথে কারও চিন্তায় মরিনা।
‘আমি সুখেই আছি- বড় সুখে কাটে দিবস-রজনী’।


কুমিল্লা, বাংলাদেশ
১২ আগস্ট ২০০০