কেঁদে-কেঁদে গেলো যে রাত তন্দ্রা হারা চোখে,
ভেবে-ভেবে তোমায় আমি স্বপ্নে ছবি এঁকে ।
সেই কতো দিন বিদাই নিলে আসবে আবার বলে,
তোমার আসার পথো চেয়ে যায় যে বেলা চলে।
এতো দিনের ভালোবাসা কতো হাসি সুখ
এক নিমিষে ভুলে গেলে অচেনা আজ মুখ ।
কেমন করে ভুলে থাকো জ্বলে না কি মন ?
তুমি ছাড়া কে যে আমার এমন আপনজন ।
ফিরে এসো শূন্য বুকে ডাকছি তোমায় শোনো
ভুলে যতো মনের ক্ষত এবার কথা মানো ।


০৩ সেপ্টেম্বর ২০০০ ইং